পাইকগাছা প্রতিনিধি:
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাইকগাছায় প্রতিপক্ষদের সংঘবদ্ধ হামলায় রিজিয়া বেগম (৩৫) ও ফাতেমা খাতুন(৩২) নামে দু’গৃহবধূ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্র¯‘তি চলছে।
অভিযোগে জানাযায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার চাদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের জনৈক হবি, কবির, আজিবর, পারভিন, মজিদ, জেসমিনরা সংঘবদ্ধ হয়ে সকালে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে স্থানীয় জনৈক রেজাউলের মৎস্য ঘেরে হামলা চালায়। এসময় তারা ঘেরে অবস্থানরত রিজিয়া বেগম ও ফাতেমা খাতুনকে মারপিট করলে তারা গুরুতর আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত রিজিয়া বেগম জানান, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে ঘেরটি দখলের চেষ্টা চালায়। সর্বশেষ ঘটনায় মামলার প্র¯‘তি চলছে।