কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ৩জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গঙ্গারকোনা গ্রামে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার গঙ্গারকোনা গ্রামের মৃত পরেশ মন্ডলের ছেলে নারায়ন মন্ডল গংদের সাথে একই এলাকার আবুল সরদার গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার সকালে নারায়ন গংদের দখলে থাকা ঘেরে প্রতিপক্ষ আবুল গংরা মাছ ধরতে গেলে বাঁধা প্রদান করায় আবুল সরদার, ইউনুস সরদার, করিম সরদার, কাশেম সরদার, ফাতেমা বেগম, মমতাজ বেগম একযোগে লাঠিশোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে প্রশান্ত মন্ডল, নান্টু মন্ডল ও কমলা মন্ডল আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।