পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক-২

0
301

নিজস্ব প্রতিবেদক:::


পাইকগাছায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এস আই নিমাই ও এএস আই নাসির উদ্দীন জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে হাসান শেখ (২৮) কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। সে উপজেলার সরল ৫নং ওয়ার্ডের বক্কার শেখের পুত্র।

একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাকবীর হোসাইন এর নেতৃত্বে এএসআই জিয়াউর রহমান, জিল্লুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদেরকে নিয়ে বুধবার বিকালে উপজেলার নোয়াকাঠি গ্রামের সবুর সরদারের পুত্র মিন্টু সরদার (২৮) কে নিজবসতবাড়ি থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতেপেরে আরো ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পলাতকদের নাম পরিচয় জেনে পুলিশ বাদী হয়ে আটক মিন্টু সহ পলাতক নজরুল ইসলাম ও রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। যার নং-১।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্য (ওসি) মোঃ এজাজ শফী জানান, মাদক বিরোধী পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের নামে মামলা দায়েরের পর তাদেরকে আদালত মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।