পাইকগাছায় পরিবহনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৬ : ওসির প্রেস ব্রিফিং

0
372

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় পরিবহনে ডাকাতির ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। ওসির নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা এস আই অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ১১জানুয়ারী সকালে মাদারীপুর সদর থানার মেসার্স এ,জি,ব্রিকস ইটভাটা থেকে পৌরসভার সরল গ্রামের মিজান গাজীর ছেলে সাইদুল (২১) ও রাড়ুলীর হাকিম গাজীর ছেলে ইমরান (২১) কে গ্রেপ্তার করেন। এ দু’জনের তথ্যানুযায়ী পুলিশের বিশেষ টিম লুন্ঠিত মোবাইল সহ উপজেলার রাড়ুলীর মকবুল গাজীর ছেলে বাপ্পী (২১), গোপালপুরের মৃত আকছেদ গাজীর ছেলে মেহেদী হাসান (২১), গদাইপুরের তাছের মোড়লের ছেলে আল-আমিন (৩৫), ফতেপুরের খলিল গাজীর ছেলে তাকবীর হোসেন (২৩)কে আটক করেন। ওসি মোঃ এজাজ শফী মঙ্গলবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে জানান, গ্রেপ্তারকৃত আল-আমিন, সাইদুল,বাপ্পী, তাকবীরের বিরুদ্ধে খুলনার পাইকগাছা, কয়রা ও সাতক্ষীরা জেলার তালা থানায় অস্ত্র আইনে, বিস্ফোরক দ্রব্য,দস্যুতা,চুরির মামলা রয়েছে। এ সব মামলা আদালতে বিচারধীন রয়েছে এবং এরা বিভিন্ন সময়ে জেলে আটকও ছিল। তদন্ত কর্মকর্তা এসআই অনিষ মন্ডল জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় অনেক তথ্য দিয়েছেন। উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর গভীর রাতে কিং ফিসার যাত্রীবাহী পরিবহন ঢাকা থেকে পাইকগাছায় ফেরার পথে উপজেলার গদাইপুরের কার্তিকের মোড়ে পৌছালে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবহনের লাইনম্যান আছাফুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪ জনের বিরিদ্ধে থানায় মামলা করেন, যার নং- ১১। তাং- ১৫ ডিসেম্বর-২০২০।