শেখ নাদীর শাহ্ :
পাইকগাছা থানা পুলিশ ভবেন্দ্র নাথ সরকার নামে ধর্ষণ মামলার এক আসামীকে আটক করেছে। সে পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত অমূল্য সরদারের ছেলে। আটক ভবেন্দ্র নাথের ডিএনএ প্রোফাইলিং করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৯ সালের ৯ মার্চ রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নায়েবখালী গ্রামের বিপ্র সরদারের মেয়ে ধর্ষণের শিকার হয়। প্রকৃতির ডাকে বাইরে আসলে ৩ জন ব্যক্তি তাকে পার্শ্ববর্তী গোলবাগানে নিয়ে ধর্ষণ করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর ভোরে অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন গোল বাগানের মধ্য থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় ৩জনকে আসামী করে ভিকটিমের পিতা থানায় এজাহার দাখিল করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে আদালতে পাঠালে এ ব্যাপারে ভিকটিম ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারা জবানবন্দিতে স্থানীয় কামরুল গাজী, শংকর সরদার ও ভবেন্দ্রনাথ সরকারের নাম উল্লেখ করে বিস্তারিত বর্ণনা দেন। থানা পুলিশ ভিকটিমকে মেডিকেল রিপোর্ট সংগ্রহের জন্য পাঠালে ভিকটিমের ধর্ষণের আলামত মিলেছে। যা ঢাকা মেডিকেলের ডিএনএ এনালিস্ট ন্যাশনাল ফরেন্সি রিপোর্টে একজন অজ্ঞাত পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
এ কারণে আটক ভবেন্দ্রনাথ সরদারকে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।
পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, তিন মাস আগে এ মামলায় কামরুল গাজী ও সোমবার ভবেনকে গ্রেফতার করা হয়েছে।