পাইকগাছায় দরিদ্র ২ মেধাবী শিক্ষার্থীকে ইউএন’র স্মার্টফোন প্রদান

0
147

কপিলমুনি প্রতিনিধি:
খুলনার পাইকগাছার উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের দু’ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ হাবিবুর রহমান গাজী ও ব্যবসায় শিক্ষা (কমার্স) বিভাগের ছাত্র দুর্জয় কুমার কুন্ডুকে স্মার্টফোন প্রদান করেন তিনি। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী দুর্জয় কুমার কুন্ডু এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উর্ত্তীর্ণ হয়ে দারিদ্রতার কারণে মামা বাড়ী থেকে পড়াশুনা করে। অনুরূপ মোঃ হাবিবুর রহমান গাজী এ প্লাস পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
প্রসঙ্গত, দেশব্যাপী চলমান করোনার বিস্তার রোধে বর্তমানে অনলাইনে জুম কাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হলেও কপিলমুনি কলেজের মেধাবী দু’ শিক্ষার্থীর স্মার্টফোন না থাকায় কাসে অংশগ্রহণ করতে পারছিলেননা তারা। এমন খবরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী তাদের স্মার্টফোন প্রদান করে অনলাইনে কাসে অংশগ্রহণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যব¯’া করেছেন ।
ইউএনও’র এমন সময় উপযোগী পদক্ষেপে কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীবৃন্দ সহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ ২৪.কম’র সম্পাদক শেখ দীন মাহমুদ ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী দরিদ্র ও মেধাবীদের শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহবান জানান।