পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ট্রাক ও পিকআপ দুর্ঘটনায় মফিজুল (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটি ব্রিজের দক্ষিণ পাশে নির্মাণাধীন কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও থানাপুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন কৃষি কলেজের সামনে প্রধান সড়কের সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাখা ছিল। এদিকে ঘটনার সময় খুলনা থেকে কয়রার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো ড-১৪-৪৯০৭) দ্রুত গতিতে সিমেন্ট বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এ সময় পিকআপে থাকা লক্ষ্মীখোলা গ্রামের মহিউদ্দিন তরফদারের ছেলে মাছ ব্যবসায়ী মফিজুল তরফদার (৪০) নিহত হয়। খবর পেয়ে থানাপুলিশ স্থানীয়দের সহায়তায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপের কেবিন কেটে মফিজুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত মেহেদী হাসান ও জামাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপটি জব্দ করেছে। পুলিশ বলছে, নিহতের পকেটে থাকা ৪ লক্ষাধিক টাকা উদ্ধার করে থানায় সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় কোন মামলা না হলেও থানায় একটি সাধারণ হয়েছে। এদিকে, জুম্মাবাদ জানাযা শেষে মফিজুলকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় অংশগ্রহণ করেন, এমপি আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।