পাইকগাছায় কর্তন নিষিদ্ধ সুন্দরী ও পশুর কাঠ উদ্ধার

0
461

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও পশুর সহ ৪ পিচ কাঠ উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে স্থানীয়দের তথ্য মতে, উপজেলার গড়ইখালী বাজারে আবু সাঈদ কুন্টু’র ‘স’ মিল সংলগ্ন মিনহাজ নদীর সরবরাহের একটি ক্যানেল থেকে এ কাঠ উদ্ধার করেন বাইনবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ শেখ আবু হানিফ। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে স্থানীয়রা জানান, প্রভাবশালীরা এ কাঠ চেরাইয়ের জন্য নদীর চরে গোপন অবস্থায় রেখেছিল। পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবু হানিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় কাঠ উদ্ধারপূর্বক থানায় প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, সুন্দরী ও পশুর ৪ পিচ কাঠ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের ধরার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। ‘স’ মিল মালিক আবু সাঈদ কুন্টু জানান, ৩ বছর পূর্ব হতে আমার ‘স’ মিল বন্ধ রয়েছে। সেখানে কোন কাঠ চেরাইয়ের কাজ চলে না।