পাইওনিয়ার সেবা সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

0
379

বিজ্ঞপ্তি: সেচ্ছাসেবী সংগঠন পাইওনিয়ার সেবা সংস্থা (পি.এস.এস)’র পক্ষ থেকে অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর মুজগুন্নি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কাজী ইবাদুল হক বাদল।
প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর এম ডি মাহাফুজুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মমতাজ বেগম। বক্তৃতা করেন মো. আব্দুল মালেক মোল্লা, শেখ লোকমান হোসেন, হাফিজুর রহমান লিটন, মো. লতিফ হোসেন, মো. আজিজুল হাকিম, মো. মহসিন ও মো. মোস্তফা মোল্লা। এ সময় এলাকার ৫শতাধিক অসহায় ব্যক্তিদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়।