পশ্চিম শিরোমণি সোনার তরী যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

0
347

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
পশ্চিম শিরোমণি সোনার তরী যুব সংঘের উদ্যোগে রবিবার সন্ধ্যায় পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এলাকার অসহায় গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে শীত বন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শেখ আব্দুস সালাম। ক্লাবের সভাপতি শেখ বুলবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র নেতা শেখ জামিল আহম্মেদ, সাবেক ইউপি মেম্বর শেখ কওছার আলী। বক্তৃতা করেন, মাহবুবুর রহমান পলাশ, আকিব জাবেদ টিটো, শেখ নাদির হোসেন, মোঃ লুৎফর রহমান লিটন, শরীফ রফিকুল ইসলাম বিপ্লব, মোঃ আবুল কালাম, মোঃ জাকির হোসেন, কাজী নাজমুল হোসেন, তরিকুল ইসলাম নয়ন, শেখ কামাল হোসেন, মীনহাজ উদ্দিন মোল্যা, শেখ সোহেল হোসেন, শেখ আজিমুল ইসলাম, শেখ নাজিম আহম্মেদ, মীরাজুল ইসলাম টিটো, জুম্মান হোসেন প্রমুখ।