পশুর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

0
486

আজিজুর রহমার,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলার পশুর নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ আগষ্ঠ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চালনা পৌরসভার কাজীপাড়া কোনারডাঙ্গা স্থানে মাথা ও হাতবিহীন ২৫ বছরের মত এক যুবকের মৃতদেহ পশুর নদীরতীরে এলাকাবাসি দেখতে পায়। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য দাকোপ থানা পুলিশ লাশটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন চৌধুরি খুলনা টাইমসকে বলেন, লাশটি পচেগলে যাওয়ায় সনাক্ত করার মত কোন চিহ্নি ছিল না। তদন্তের পর পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।