অনলাইন ডেস্কঃ “আমি শপথ করছি যে, সর্বদা কেবল ডাস্টবিনে ময়লা ফেলব এবং অন্যদেরও কেবল ডাস্টবিনে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করবো। চলার পথে ময়লা ফেলার প্রয়োজন হলেও সেগুলো সাথে নিয়ে নিজ দায়িত্বে কেবল মাত্র ডাষ্টবিনে ফেলব। যেখানে সেখানে কখনোই থুথু ফেলবোনা। উন্মুক্ত স্থান, বনাঞ্চল, জলাশয়ের পরিবেশ বিনষ্ট হয়, এমন কাজ কখনো করব না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে আমি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট থাকব। আমিন।“ সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতে ৩শতাধিক স্বেচ্ছাসেবক আজ এ শপথ নিয়েছেন। তারা পরিবর্তন চাই নামক সামাজিক সংগঠনের আহবানে খুলনা মহানগরীতে আজ শনিবার তিন ঘন্টা দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ পালনের লক্ষে সড়ক পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। এ অভিযানে স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী সম্পৃক্ত হয়েছে।
শিক্ষার্থীর স্বেচ্ছাসেবকরা শিববাড়ী মোড় থেকে হাদিস পার্ক পর্যন্ত এবং শিববাড়ী মোড় থেকে ময়লা পোতা মোড় পর্যন্ত বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পযন্ত পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়।
অংশগ্রহণকারীরা হচ্ছে, হাসানুর রহমান তানজির, কাজী মিজানুর রহমান, বেল্লাল হোসেন সজল, কারী খান রাফি, আল-আমিন, কাকলী আক্তার, বিবি রহিমা খাতুন লিমা, মঈনুল হাসান, রাশেদুজ্জামান, গৌরব দীপ্ত কর, সালমান রায়হান, খায়রুল আলম, শরিফুল ইসলাম, সাদিয়া আফ্রিন শুভ্রা, আশা আরিফ, ফারজানা স্বর্ণা, উমর ফারুক অপু, সুমাইয়া মাইমুনা রিমি, আফজাল হোসেন, মেহদী হাসান, রায়হান সিদ্দিক, তামান্না জামান, নেছার উদ্দিন, শ্রাবনী আক্তার, অনামিকা সাহা, আকরাম হোসেন, সানি আহমেদ, নিয়াজ মাহমুদ, জায়েদ হাসান, সোমা দাশ, রাহুল বিশ্বাস, সাদিয়া মুনমুন, ফাতেমাতুজ জোহরা নওরিন প্রমুখ।
কেএমপির উপ সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) সোনালী সেন প্রধান অতিথি হিসেবে সকালে কর্মসূচীর উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে পরিবর্তন চাই বিভাগীয় সমন্বয় কারী কাজী মিজানুর রহমান, ও খুলনা জেলা সমন্বয় কারী খান রাফি আহমেদ, দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার হাসানুর রহমান তানজির, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন বক্তৃতা করেন।
পরে দুপুরে সমাপনী পর্বে নিবাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত আলম, নিবাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা, নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ এর আয়োজক কমিটির জাতীয় সমন্বয়ক শহীদুল ইসলাম কাজল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এ অভিযানকে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবারের মতো এবছরও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ। উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ও বৃবিদ তুঘলক আজাদ, লেখিকা সেলিনা হোসেন, সাংবাদিক তাসমিনা হোসেন, সাংবাদিক রাজীব হাসান এবং সমাজকর্মী আরিফ আর হোসেন। দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ এর আয়োজনে সহায়তা করছেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন।-খবর বিজ্ঞপ্তি