সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী আহমেদ, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহামেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ দিদারুল আলম, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও বাপ্পী খান, কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, শেখ হারুন-অর রশীদ, শেখ মাহমদু হাসান সোহেল, সদস্য মো. রাশিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, শেখ কামরুল আহসান, এম এ জলিল, এস এম নুর হাসান জনি, আর্কিটেক এস এম জাহিদ সরোয়ার, সাংবাদিক মোঃ মিলন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম মোঃ মোস্তাফিজুর রহমান।