নিজস্ব প্রতিবেদক : ”সকলের জন্য নিরাপদ সড়ক ও দৃষ্টান্তমূলক শাস্তির” দাবিতে মঙ্গলবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর প্রঙ্গনে শিক্ষার্থীরা মানব বন্ধন করেন।
বেপরোয়া গাড়ি চালান ও সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় দফার দাবি পেশ করে। সকলকে এ ব্যাপারে সচেতন হবার জন্য আহবান এবং উপযুক্ত শাস্তির দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবি হচ্ছে, বেপোরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে, নৌ-পরিবহন মন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে, প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাতে স্পিড ব্রেকার দিতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে, শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে, থামিয়ে তাদের বাসে তুলতে হবে, শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না এবং বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
এ সময় ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষকে দফাগুলোর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আহব্বান করেছেন শিক্ষার্থীরা।যাতে অকারনে অপঘাতে কোনো মানুষের প্রানহানী না ঘটে।