নড়াইলের কুখ্যাত সন্ত্রাসী কোবরা বাবুলকে অস্ত্র-গুলি সহ গ্রেফতার করেছে খুলনা ডিবি

0
577

নিজস্ব প্রতিবেদক: খুলনা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক নড়াইল জেলার কুখ্যাত সন্ত্রাসী অস্ত্র গুলি সহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার, খুলনার দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ০১টি আয়রন কালারের দেশীয় তৈরী লোহার সক্রিয় ডবল ব্যারেলের পি-শাটার গান, যাহাতে দুটি ট্রেগার ও দুটি ফায়ারিং পিন আছে এবং ০১টি কালো রংয়ের লোহার দেশীয় তৈরী সক্রিয় সিঙ্গেল ব্যারেলের পি-শাটার গান, ০২টি গুলি (একটি রাইফেলের গুলি এবং একটি পিস্তলের গুলি) সহ খুলনা বিভাগের নড়াইল জেলার কুখ্যাত সন্ত্রাসী খুলনা জেলার ফুলতলা থানা এলাকা হতে মঙ্গলবার সকাল ৬টায় গ্রেফতার হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ৩ সেপ্টেম্বর পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এর সার্বিক তত্বাবধানে ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, খুলনা তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) সেখ কনি মিয়া সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা এলাকায় মাদক ও অস্ত্র গুলি উদ্ধার সহ বিশেষ অভিযান পরিচালনা কালে ফুলতলা থানাধীন ফুলতলা থানাধীন ডাউকোনা গ্রামস্থ ২৪নং ডাউকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে শহীদ মিনারে একজন লোক দেখে তাকে চ্যালেঞ্জ করলে উক্ত আসামি শহিদ মিনার হতে উঠে শহিদ মিনারের সামনে ইট সলিং রাস্তা দিয়ে পালানোর সময় উল্লেখিত অস্ত্র ও গুলি সহ মোঃ আক্তারুজ্জামান বাবুল @ কোবরা বাবুল(৪৫), পিতা-মৃত লাল মিয়া বিশ^াস, সাং-ভওয়াখালী (এসপি অফিসের পিছনে), থানা-নড়াইল সদর, জেলা-নড়াইলকে ০৪/০৯/২০১৮ খ্রিঃ তারিখ ভোর ০৬.০০ ঘটিকার সময় ডিবি পুলিশ আটক করেন। এ সংক্রান্তে ফুলতলা থানার মামলা নং-০১ তারিখ-০৪/০৯/২০১৮ খ্রিঃ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(অ)/(ঋ) রুজু হয়। অস্ত্রের উৎসের অনুসন্ধান এবং সহযোগী আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। বর্নিত আসামির বিরুদ্ধে ০২টি অস্ত্রগুলির মামলা, ১০টি মাদক মামলা এবং ১টি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।