খুলনাটাইমস স্পোর্টস: নেইমার এখনও ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন তিতে। পিএসজির তারকা ফরোয়ার্ডকে বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন বলে মনে করেন ব্রাজিল কোচ। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে নেইমারের। গত জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়ায় ঘরের মাঠে কোপা আমেরিকা জয়ী ব্রাজিল দলে ছিলেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফেরা নিয়ে আলোচনা চলায় চলতি মৌসুমে এখন পর্যন্ত নেইমারকে কোনো ম্যাচে খেলাননি ফরাসি দলটির কোচ টমাস টুখেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিতে। “ব্যক্তিগত দক্ষতার দিক থেকে আমি মেসিকে শীর্ষে রাখব এবং ক্রিস্তিয়ানো রোনালদোকে, কারণ তারা অন্য প্রজন্মের। সে দিক থেকে আরেক প্রজন্ম বিবেচনায় আমার কাছে নেইমার ও এদেন আজার দুজন অসাধারণ খেলোয়াড়। “আজারের চেয়ে নেইমার একটা জায়গায় এগিয়ে আছে। আর তা হলো তারা দুজনেই একই রকম চিন্তা করে কিন্তু নেইমার দ্রæত বাস্তবায়ন করে। সে অপ্রতিরোধ্য। তবে দলের সেরা খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার কথাও জানান তিতে। “নেইমারের ফিটনেসের বিপক্ষে যায় এমন কোনো অবস্থা সৃষ্টি করার মতো দায়িত্ব জ্ঞানহীন আমরা হব না। আমরা ভীষণ সতর্ক থাকব। “নেইমার মাঠে থাকা অবস্থায় ব্রাজিলের ৫০ শতাংশ গোল হয় সে করেছে অথবা সে অবদান রেখেছে। দলের তাকে প্রয়োজন এবং তারও দলকে প্রয়োজন।