নেইমারের বার্সায় ফেরার কোনো সম্ভাবনা দেখেন না চাভি

0
401

অনলাইন ডেস্ক : গত বছর অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তাকে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও ফিরে আসতে আগ্রহী বলে দাবি করে তারা।
তবে বার্সেলোনার হয়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী চাভির মতে, নেইমারের ফেরার কোনো সুযোগই নেই।
“আমি অনেক সংবাদপত্র পড়ি কারণ আমি ফুটবলের সবকিছুর সর্বশেষ অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকি। কিন্তু নেইমার বার্সেলোনায় ফিরতে পারে, আমি এর শূন্য সম্ভাবনা দেখি।”
চলতি মৌসুমে পিএসজির হয়ে ১৬ ম্যাচে ১৩ গোল করা এই তারকা ফরোয়ার্ডের সামর্থ্যের ভূয়সী প্রশংসা করেন চাভি। ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে সোনার পদক জেতানো নেইমারের সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে ওঠার ক্ষমতা আছে বলেও বিশ্বাস সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের। “যদি সে পরিণত হয় এবং পরিশ্রম করে, সে ক্রিস্তিয়ানো ও মেসির কাছাকাছি পৌঁছাবে।” “সে ফল নির্ধারক হতে পারে, কিন্তু এটা তার উপর নির্ভর করে।”