নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি: সিইসি

0
269

খুলনা টাইমস ডেস্ক :
জাতীয় নির্বাচনে সেনা মোতেয়েনের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয় নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, প্রত্যেক জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন থাকে, এটা একটা বাস্তবতা। তবে নির্বাচনের এখনো এক বছরের বেশি সময় আছে। এতো আগে থেকে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না। এর আগে গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনে সেনা মোতায়েন হবে, তবে কোন প্রক্রিয়ায় হবে, তা ঠিক হয়নি।