“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি”

0
509

অভয়নগর প্রতিনিধি:
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই শ্লোগানে অভয়নগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো.শাহীনুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া হাইওয়ে থানার নবাগত অফিসার ইনর্চাজ মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজামান তারু, নওয়াপাড়া পৌর সভার মহিলা কাউন্সিলর শিরিনা সহ উপজেলার বিবিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ।