টাইমস ডেস্ক :
নিউ ইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার পর আহত অবস্থায় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। বিবিসি ও সিএনএন প্রতিবেদন থেকে জানা যায়, সন্দেহভাজন আটক ব্যক্তি একজন বাংলাদেশি যার নাম আকায়েদ উল্লাহ।
এদিকে এই হামলার পর হামলাকারীর শাস্তি চেয়ে বিবৃতি প্রদান করেছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিবিসি ও সিএনএন স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, হামলাকারী নিজের দেহে বিস্ফোরক বেঁধে নিয়ে ম্যানহাটন বাস টার্মিনালে আসে এবং বিস্ফোরণ ঘটায়।
অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নিউ ইয়র্ক পুলিশ কিছু জানায়নি।
২৭ বছর বয়সী আকায়েদ সাত বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে ট্যাক্সিক্যাব চালাতেন তিনি। পরে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি নেন। আকায়েদের বাড়ি চট্টগ্রামে এবং গত সেপ্টেম্বরে তিনি সর্বশেষ দেশে ফিরেছিলেন বলে জানা যায়।
সিএনএন নিউ ইয়র্ক পুলিশের বরাত দিয়ে জানায়, আইএসআই-এর প্রতি অনুগত হয়ে এই হামলা চালিয়েছে আকায়েদ। বিবিসি ও সিএনএন।