নায়ক মান্নার প্রতিষ্ঠান থেকে নতুন সিনেমা আসছে

0
1420
নায়ক মান্না, Manna, Dhallywood, Rtvonline,

বিনদোন ডেস্কঃ  
দেশীয় সিনেমার সুপারস্টার নায়ক মান্না। তিনি শুধু একজন সফল নায়কই নন, সফল চলচ্চিত্র প্রযোজকও।

নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী থেকে লুটতরাজ, লাল বাদশা, আমি জেল থেকে বলছি, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই, পিতা মাতার আমানতসহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়েছে।

এক দশক আগে কৃতাঞ্জলীর ব্যানারে নির্মিত হয় এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’। কিন্তু মান্নার মৃত্যুর পর থেমে যায় নতুন ছবির কাজ। সবশেষ ডিসেম্বরে মুক্তি পাওয়া জায়েদ খান প্রযোজিত ‘অন্তর জ্বালা’র পরিবেশনা করে প্রতিষ্ঠানটি। সেসময় প্রযোজনায় ফেরার ইঙ্গিত দেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

নায়কের স্ত্রী শেলী মান্না বর্তমানে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন। নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র।

তিনি জানান, কৃতাঞ্জলী প্রযোজনা করছে ‘জ্যাম’ শিরোনামে নতুন চলচ্চিত্র। কাহিনি লিখেছেন প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। পরিচালনা করবেন ‘এক কাপ চা’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

জানা গেছে, আগামী ২৩ জুলাই আসবে বিস্তারিত ঘোষণা। তখনই জানানো হবে কারা অভিনয় করছেন এই সিনেমায়।