স্পোর্টস ডেস্ক:
ভারতের নারী দলকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে ৪ উইকেটে হারিয়ে এ শিরোপা ঘরে তোলে টাইগ্রেসরা।
ফাইনালের আগে অবশ্য যোজন যোজন ব্যবধানে এগিয়ে ছিল ভারত। গ্রুপ পর্বেও ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের নারীদের এ জয়ের মুহূর্তকে ক্যামেরাবন্দী করে নিজেরাও উল্লাসে মেতেছেন মাশরাফি-তামিমরা। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে বাংলাদেশে ফিরে সাকিবরা।
এদিন মিরপুরে অনুশীলনে আসে বাংলাদেশ দল।
সেখানে বসেই এশিয়া কাপের ফাইনাল দেখছিলেন সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেনরা।
টানটান উত্তেজনার এই মুহূর্তটি মোবাইল ক্যামেরায় বন্দী করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২০ সেকেন্ডের এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।