নানা কর্মসূচীর মধ্য দিয়ে খুলনা জেলা যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
647

বিজ্ঞপ্তি : জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুব সংহতির উদ্যোগে বৃহস্পতিবার নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় ডাক বাংলাস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালী, খুলনা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন, বিশেষ অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইষলাম মধু, যুবসংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি আহাদ চৌধুরি শাহিন, জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর জাপার ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ খায়রুল ইসলাম। জেলা যুবসংহতির সিনিয়র সহ-সভঅপতি জিএম বাবুল ও সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান ডলারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা যুবসংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম।
বক্তারা বলেন, বর্তমানে জনগণ চরম দুঃশাসনে অতিষ্ঠ। চাকুরিতে কোটা সংস্কারের পাশাপাশি বয়সের সংস্কার জরুরী। দেশে ঘুষ-দুর্নীতি চরমে পৌ”েছে। এ থেকে রক্ষা পেতে জাপার সরকারের বিকল্প নেই।