নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৬

0
345

অনলাইন ডেস্কঃ

নাইজেরিয়ায় একটি মসজিদ এবং বিপনিবিতানে পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে পৌঁছেছে। আদামাওয়া প্রদেশের রাজধানী ইউলার মুবি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওই হামলা দুটি সংঘঠিত হয়েছে।

তরুণ আত্মঘাতী হামলাকারীরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি মানুষ। মঙ্গলবার একটি মসজিদে ও উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি বিপণিবিতানে আত্মঘাতী বোমা হামলায় এ হতাহতের ঘটনাটি ঘটে।

৮৬ জন নিহত ছাড়াও এ ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ন্যামে) মুখপাত্র ইমাম গারকি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও রেডক্রকের কর্মীরা।

হামলার ধরন দেখে একে বোকো হারামের কাজ বলে মনে করা হচ্ছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত উগ্র এ জঙ্গিগোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আত্মঘাতী এক হামলাকারী মসজিদের ভেতরে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। আতঙ্কিত মুসল্লিরা পালিয়ে যাওয়ার সময় মসজিদের ২০০ মিটার বাইরে অপর এক হামলাকারী দ্বিতীয় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয় বিস্ফোরণে আরো বহু লোক নিহত হয়।