নলধা-মৌভোগ ইউনিয়নে মহিলা আ’লীগের সভাপতি রেহেনা : সম্পাদক আনোয়ারা নির্বাচিত

0
367

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহিলা আ,লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেল ৫টায় মৌভোগ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ। মহিলা আ’লীগ নেত্রী নাজমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, সাংগঠনিক সম্পাদক মল্লিক আসলাম আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, দপ্তর সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, ইউনিয়ন আ,লীগের সভাপতি যোগেশ তরফদার, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি।

অনুষ্ঠান উদ্বোধন করেন মহিলা আ,লীগ নেত্রী সন্ধ্যা রানী বিশ্বাস। আ’লীগ নেতা মোমিনুল হকের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ খান মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, মোঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা কাজি মোশিউর রহমান, শ্রমিকলীগ নেতা শেখ মোহম্মদ আলী, ইউপি সদস্য ইলা রানী হালদার সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ২য় পর্বে সর্বসম্মতিক্রমে রেহেনা বেগমকে সভাপতি ও আনোয়ারা বেগমকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।