করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাে. নাজমুল করিম চৌধুরী বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনার নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক।
এক শােকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মাে. নাজমুল করিম চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটির অনারারি ট্রেজারারসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। -খবর বিজ্ঞপ্তি