নবাবগঞ্জে ১১ হাজার ৩১ জন পাবে ১০ টাকা কেজি দরে চাউল

0
1645

নবাবগঞ্জ থেকে এম এ সাজেদুল ইসলাম (সাগর):
“ক্ষুধা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ” কর্মসুচির আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে ১১ হাজার ৩১ জন পরিবারের প্রতিটি কার্ডধারী ১০ টাকা কেজি দরে পাবে খাদ্য শস্য।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোস্তাফিজার রহমান জানান, চলতি বছরে ওই কর্মসুচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে ১৮জন ডিলারের মাধ্যমে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তিন মাস পর্যন্ত এ চাল পাবে কার্ডধারীরা। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসুচি বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম দুর্নীতি মেনে নেয়া হবে না। আমন ধান রোপনের পরে ক্ষুদ্র প্রান্তিক পরিবারের সদস্যরা এ চাল পেয়ে উপকৃত হবে বলে কার্ডধারীরা জানান।