নবনির্বাচিত সংসদ সদস্য সালাম মুর্শেদী সংসদ অধিবেশনে যোগদান

0
489
জাতীয় সংসদের ১০২ (খুলনা-৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আজ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে অংশ নেন। অধিবেশনে অংশ নিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি খুলনা জেলা আওয়ামী লীগের দক্ষ সংগঠক, কর্ণধার, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার উন্নয়নর স্বপ্নদ্রষ্টা সদ্য প্রয়াত সংসদ সদস্য এস এম মোস্তাফা রশিদী সুজা ভাইকে। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ নেতা। ২০০২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের তথাকথিত অপারেশন ক্লিনহার্টের নির্যাতনের শিকার হন তিনি। তার পর থেকেই তিনি শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্য থাকা অবস্থায়ও তিনি মৃত্যুর আগ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উন্নয়ন অব্যাহত রাখতে।’ বিজ্ঞপ্তি