নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের প্রথম জনসভা খুলনায়

0
390
ফকির শহিদুল ইসলামঃ
দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট । আর এ জোট যুক্তফ্রন্টের প্রথম জনসভা খুলনায় অনুষ্ঠিত হবে । আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় স্থানীয় শহীদ হাদিস পার্কে এ জনসভা অনুষ্ঠিত হবে। খুলনার এ জনসভাকে সফল করতে যুক্তফ্রন্টের স্থানীয় নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন । চলছে ব্যাপক প্রচারনা । জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে স্থানীয় জোট নেতারা দফায় দফায় বৈঠক করছেন । যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জনসভার প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন । সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাকসু সাবেক ভিপি, নাগরিক ঐক্যের আহবায়ক, মাহমুদুর রহমান মান্না, সাবেক মন্ত্রী, বিকল্প ধারা বাংলাদেশ এর মহাসচিব, মেজর (অবঃ) আবদুল মান্নান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক ও যুক্তফ্রন্ট নেতা আবদুল মালেক রতন, জেএসডি সহ-সভাপতি তানিয়া রবসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা ।