নগর পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার-৭

0
222

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২টি গাঁজার গাছ, ১৭৫ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানার আল আসা গলির লোকমান সর্দারের পুত্র ১) মোঃ ইমরান(২১), খালিশপুর থানার ২১৭ নং রোডের এন/ই-২৯নং বাসার আব্দুল মালেক শেখের পুত্র ২) মোঃ আলাউদ্দিন হোসেন মামুন(৩৮), খানজাহান আলী থানার পালপাড়া এলাকার মৃত আব্দুল মান্নার কাজীর পুত্র ৩) মোঃ মনির হোসেন(৪২), খুলনা সদর থানার মাষ্টারপাড়া মসজিদ গলির ১০ নং হোল্ডিং এর মোঃ হাতেম আলী গাজীর পুত্র ৪) মোঃ মনিরুজ্জামান @মনি(৪২), সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামারের টিএসসি মোড়ের মোঃ মোতাহার আলী শিকদারের পুত্র ৫) মোঃ নাসির শিকদার(২৮), লবণচরা থানার রিয়াবাজার মধ্যপাড়ার আমিরের গলির মোঃ আঃ রহমান হাওলাদারের পুত্র ৬) মোঃ ইমন হাওলাদার(২০) এবং খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গার ডাক্তার বাড়ির মৃত শওকত মোল্লার পুত্র ৭) মোঃ সেলিম হোসেন মোল্লা(৪২)। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।