নগরী থেকে প্রচার সামগ্রী অপসারনের আহবান আ’লীগের

0
387
বটিয়াঘাটায় নৌকার ফলাফল বিপর্জয়ের কারণ জানাতে নোটিশ খুলনা জেলা আ’লীগের

বিজ্ঞপ্তি: মহানগরী থেকে সকল প্রকার প্যানা, বিলবোর্ড, ফেস্টুন, তোরণ সহ সকল ধরনের শুভেচ্ছা বোর্ড অপসারনের আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকাদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন প্রশ্নমুক্ত, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্যানা, ফেস্টুন, তোরণ আগামী ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। তাছাড়া নগরীতে টাঙ্গানো প্যান্যা নির্বাচনের আচরণ বিধি লংঘন করে। নির্বাচন কালীন নগরীতের নির্বাচনের কোন ক্ষতি হয় এমন প্যানা স্থাপন নির্বাচনের শৃংখলা নষ্ট করে। সুতরাং যাদের প্যানা তোরণ মেইন রোডের উপর স্থাপন করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে নগরী থেকে অপসারনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।