নিজস্ব প্রতিবেদক:
নগরীর মুজগুন্নি উত্তর পাড়া মল্লিক বাড়ি এলাকা থেকে ২৫০ গ্রাম গাজাসহ অাটক শিউলি বেগম (৩০)কে ১বছরের কারাদন্ডাদেশ দিয়েছে অাদালত। সে খালিশপুর মুজগুন্নি উত্তর পাড়া মল্লিক বাড়ির মৃত হায়দার শেখ এর স্ত্রী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাতুল আলম গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুজ্জামানের নেতৃত্বে অভিযানে অারও উপস্থিত ছিলেন, খ সার্কেলের পরিদর্শক সাইফুর রহমান রানা, ক সার্কেলের পরিদর্শক অাহসান হাবীব।