নগরীর সকল এলাকার সুষম উন্নয়নে কেসিসি কাজ করছে : মেয়র

0
439

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নগরীর সকল এলাকার সুষম উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন কাজ করছে। এছাড়া নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে শিক্ষা, স্বাস্থ্যসহ সেবামূলক সকল ধরণের কার্যক্রম সমানভাবে এগিয়ে নেয়া হচ্ছে।

সিটি মেয়র শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত দৌলতপুর কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। চলতি ২০১৮ সনের জানুয়ারি থেকে কেসিসি কর্তৃক নবনির্মিত এ স্কুলটিতে পাঠদান কার্যক্রম শুরু করা হয়।

যে সকল অভিভাবক সন্তানদের ভর্তি করে স্কুলটির শুভ যাত্রায় সহযোগিতা করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে সিটি মেয়র বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি পারিবারিকভাবেও নিজ নিজ সন্তানদের নৈতিকতা ও আচরণগত শিক্ষা দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং নিজেদের প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে দেশের গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব শেখ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সাবেক কমিশনার ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব শেখ মোঃ মজন্।ু অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য কেসিসি’র কাউন্সিলর মোঃ কবির হোসেন কবু মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ আলী, হাজী মোঃ মহসীন মহিলা মহাবিদ্যালয়ের প্রফেসর সাদেকা বেগম, আলহাজ্ব এ্যাড. ইহসানুল হক, এ্যাড. মোফাজ্জেল হোসেন বন্দ, আলহাজ্ব কুতুব উদ্দিন, শেখ কামরুল ইসলাম বাচ্চু, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) শেখ জাহিদুজ্জামান। অনুষ্ঠানে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি