নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা প্রশাসন কতৃর্ক পরিচালিত মোবাইল কোর্ট বুধবার বিকাল ৫টায় বড় বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং লাইসেন্স না থাকায় এবং সময়মত নবায়ন না করার অপরাধে হেলাতলা, ওয়েস্ট মেকট রোড ও ষ্টেশন রোডের ৫ জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন।
১৯৬৪ সালের কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণ আইন (১৯৮৫ সংশোধিত) মোতাবেক ২৫০০ টাকা জরিমান করা হয় । মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মোঃ আরাফাতুল আলম ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা। অভিযানে খুলনা জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করেন ।