নগরীর ধর্মসভা মন্দির থেকে প্রতিমার গয়না চুরি

0
532

নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীর আর্য্য ধর্মসভা মন্দিরে কালী প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শনিবার রাতের কোনো এক সময়ে মন্দিরে এই চুরির এ ঘটনা ঘটে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার তিনি এ প্রতিবেদককে জানান, চোরেরা মন্দিরের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এরপর নারায়ণ মন্দিরের তালা ভেঙে পাশের কালী মন্দিরে প্রবেশ করে। সেখানে কালী প্রতিমার শরীর থেকে তারা পাঁচ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার মণ্ডল বলেন, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। পাশপাশি চোরদের গ্রেপ্তার করে গয়না উদ্ধারের চেষ্টা হচ্ছে।
এদিকে মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগর শাখা। দ্রুত চুরি যাওয়া গয়না উদ্ধার করে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।