খুলনা টাইমস প্রতিবেদক:
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র লিগ্যাল নোটিশ পাওয়ার একদিন পরই নগরীর মুজগুন্নী খানজাহান আলী দীঘি ভরাট কার্যক্রমের বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা সরদার শরীফুল ইসলামের নেতৃত্বে তদন্ত ও তাৎক্ষণিক ভরাট কাযক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে ৭শ’ বছরের পুরাতন দিঘিটি ভরাটের অভিযোগের প্রেক্ষিতে দিঘিটি সংরক্ষণে ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়রসহ ১০ জনের বিরুদ্ধে এ লিগ্যাল নোটিশ প্রেরণ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বুধবার দুপুরে বেলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর এ নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক, দিঘি ভরাট কাজের সঙ্গে সম্পৃক্ত খালিশপুর হাউজিং এস্টেট এর মো. জাকির হোসেন মৃধা ও মুজগুন্নী এলাকার শেখ মারুফ হোসেন।