নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর সদর থানাধীন ২৪ নং ওয়ার্ড ময়লা পোতা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ সদস্যরা। সোমবার বিকালে এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে নগরীর করিমাবাদ সি কলোনী বোম্বে কোয়াটারে অভিযান পরিচালনা করে।
এসময় কোয়াটারের বাসিন্দা মোঃ সাহেদ আলীর ছেলে মেহেদী হাসান (২২) ও নতুন বাজার এলাকার মৃত মওলা মোল্লার ছেলে মোঃ আকবর মোল্লা (৪০)কে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেন। এসময় ৩টি মোবাইল ফোন, ৫টি সীমকার্ড, ৩টি মেমোরীকার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন, গাঁজা বিক্রয়ের ২১০টি পলিথিন ও ৭৮টি কাগজের প্যাকেট এবং নগদ ১,৫৫০/- টাকা উদ্ধার হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।