নগরীতে ৪ বোতল বিদেশী মদসহ এক নারী গ্রেফতার

0
57

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ বোতল (৩০০০ তিন হাজার এমএল) বিদেশি মদ সহ ১ জন গ্রেফতার হয়েছে। আটক নিলুফা খাতুন (৩৮) যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া রেল লাইনের পাশের বাসিন্দা মৃত: জাফর খাঁ’র মেয়ে।
সূত্রমতে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন বিল্ডিং এর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হতে আসামীকে বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে খুলনা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here