নিজস্ব প্রতিবেদক : খুলনায় মৎস্য ব্যবসায়ী কামরুজ্জামান সুমন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের মা লিলি বেগম বাদী হয়ে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ আনোয়ার, আফজাল ও পার্থ নামের এজাহারভূক্ত তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৮টার দিকে নগরীর রূপসা ঘাট মসজিদের সামনে কামরুজ্জামান সুমনকে গুলি করে হত্যা করা হয়। নিহত সুমন নতুন বাজার এলাকার বেলায়েত হোসেন সড়কের মুজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় মোঃ আলামীন (১৮) নামের একজন পথচারী যুবক গুলিবিদ্ধ হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।