নগরীতে সাংবাদিকের মটরসাইকেল চুরি : প্রেসক্লাবের উদ্বেগ

0
598

সংবাদ বিজ্ঞপ্তি:

আজ (শুক্রবার) ডিবিসি বিভাগীয় প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য আমিরুল ইসলাম কেডিএ মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। সে পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুল্লাহ আরেফকে বহন করা পুলিশ লেখা একটি প্রাইভেট মাইক্রোর পাশে তার ডিসকভার ১২৫ কালো-লাল সেড মটর সাইকেল (খুলনা মেট্রো-হ-১২-৬৩৬৬) লক করে নামাজ আদায় করতে যান। ফিরে এসে মটর সাইকেলটি আর পাননি। এ সময় নামাজ শেষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুল্লাহ আরেফ মসজিদ থেকে বের হলে তাকে সব কিছু অবগত করেন। তিনি সাংবাদিক আমিরুলকে থানায় যাওয়ার কথা বলে পুলিশ লেখা মাইক্রো-তে করে মসজিদ ত্যাগ করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা এক বিবৃতিতে বলেছেন পুলিশের ব্যবহার করা গাড়ীর পাশ থেকে মটর সাইকেল চুরিসহ মহানগরীর বিভিন্ন অপরাধমূলক ঘটনায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে নগরবাসীসহ সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। পুলিশের উদ্ধর্তন মহল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে চোরাই মটর সাইকেল উদ্ধার ও অপরাধীদের দমনে কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন। এ ব্যাপারে পুলিশ কমিশনার কার্যকর ব্যবস্থা নেবেন বলে সাংবাদিক সমাজ আশা করেন।