নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীর দৌলতপুরে শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) অনুর্দ্ধ ১৪ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) বেলা ১১টায় মানিকতলার জিয়া কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও এবং খুলনা জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আজগর বিশ্বাস (তারা)।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগ মহিলা সম্পাদিকা আলহাজ্ব মাহফুজা শাহবুদ্দিন। সন্মানিত অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক।
মহানগর যুবলীগ সদস্য কাজী ইব্রাহিম মার্শালের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, একক বীমা প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাদাৎ মিনা ও সাধারণ সম্পাদক আবু জাফর হাওলাদার, মানিকতলা খাদ্য গুদাম ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভাপতি ও এসএসপি একাডেমীর উপদেষ্টা কলম সরদার প্রমুখ।