টাইমস প্রতিবেদক:
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা ও ২০পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় বুধবার (০৭ এপ্রিল) মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- নগরীর মৌলভীপাড়ার বি.কে ইষ্ট লেনের মোঃ নাজমুল হকের ছেলে রেজানুল হক ওহিদ (২৪), খালিশপুরের ২৪৯ বড় বয়রা জংশন রোডের শেখ হাফিজুর রহমানের ছেলে মোঃ শেখ হাসিবুর রহমান লিমন (৩০), সাতক্ষীরার কালিগঞ্জের ঝাড়োখামার গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে নগরীর বাগমারা আব্দুর রহিম সড়কের বাসিন্দা চঞ্চল শেখ (৪৯)।