নগরীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

0
311

টাইমস প্রতিবেদক :

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস । দিনটি উপলক্ষে ডায়াবেটিক সমিতি খুলনার আয়োজনে সমাবেশ ও র‍্যালী অনুস্ঠিত হয়। সকাল ৮টায় বেলুন ফেস্টুন ওড়িয়ে দিবসটির উদ্ভোধন করেন কেসিসির মেয়র মোঃ মনিরুজ্জামান মনি। পরবর্তী সমাবেশ ও একটি র‍্যালী বের হয়। সকাল ৯ টায় সমিতির কারর্যালয়ে আলোচনা সভার প্রধান অতিথি কেসিসি মেয়র মোঃ মনিরুজ্জামান ও
বিশেষ অতিথির আলেোচনা করেন সাবেক কেসিসির দায়িত্ব প্রাপ্ত মেয়র মোঃ আজমল আহম্মেদ তপন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাডঃ রজব আলী সরদার । সভা পরিচালনা করেন মোঃ মফিদুল ইসলাম টুটুল।