নগরীতে ডিবি পুলিশ অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ আটক -২

0
563

নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হচ্ছে মোসা সালমা বেগম ওরফে নিলা বেগম (৩৮) এবং আসামী আসাদুজ্জামান (২০)। রোববার নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
ডিবি পুলিশ জানায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম, পিপিএম এর তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক মোল্লা আব্দুল বারী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন মোহাম্মদ নগর মাদ্রাসা রোড এলাকায় শনিবার অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা  জনৈক মোছাঃ রহমতুন্নেছার তিন তালা বিল্ডিং এর দ্বিতীয় তালার ভাড়াটিয়া দাউদ আলম গুড্ডু শেখের স্ত্রী মোসা সালমা বেগম ওরফে নিলা বেগম বাসায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রোববার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডাকবাংলো মোড় থেকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, ওই ফেনসিডিল সে নীজে এবং তার জামাই মোঃ ইমরান হোসেনসহ চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে তার নিজের শোকেসের ভিতর অভিনব কায়দায় রেখেছিল। আসামীর স্বামী মোঃ ইমরান হোসেন বর্তমানে পলাতক আছে। অপর অভিযানে  এসআই (নিঃ) মোঃ এবাদ আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন প্লাটিনাম জুট মিলস লিমিটেড (০২ নং মিল ফিনিশিং গোডাউন) এর সামনে অভিযান চালান। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ আবু জাফর এর পুত্র আসাদুজ্জামানকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।