নিজস্ব প্রতিবেদক ,খুলনা টাইমসঃ
খুলনা মহানগরীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত ৯টায় সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত হলেন ১৯নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মোঃ শেখ হাসান (৩৫)। তিনি ওই এলাকার শফি উদ্দিনের পুত্র।
আহত হাসানের ছোট ভাই প্রত্যক্ষদর্শী শেখ মোঃ ইমান জানান, ঘটনার সময় ৮টি মোটরসাইকেলে ১১ জন এসে হাসানকে কুপিয়ে জখম করে। ধারাল অস্ত্রের আঘাতে হাসানের পিঠ ক্ষত-বিক্ষত হয়। তার পিঠে ১৪টি সেলাই দেওয়া হয়েছে। ঘটনার পর হাসানকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।