নওগাঁয় জাল নোটসহ আটক ১

0
387

টাইমস্ ডেস্ক:

নওগাঁর মান্দা উপজেলায় জাল নোটসহ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ফেরিঘাটে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম রাজশাহীর দুর্গাপুর থানার সাড়োরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাহাঙ্গীর আলম ফেরিঘাটে ঢাকা বাসস্ট্যান্ডে বাজার শেষে দোকানিকে নতুন ৫০০ টাকার একটি নোট দিয়ে চলে যান। নোট দেখে সন্দেহ হলে দোকানি ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফেরিঘাটে ঢাকা বাসস্ট্যান্ড আরবি কাউন্টার থেকে তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানা নিয়ে যায়।

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাবিনুর ইসলাম বলেন, আটক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫০০ টাকার ৮২টি এবং এক হাজার টাকার একটি জাল নোট পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।