ধানের শীষের পক্ষে বিভিন্ন সংগঠনের গণসংযোগ

0
402

প্রেস বিজ্ঞপ্তিঃ
কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী করতে সোমবার দিনভর বিভিন্ন সংগঠন গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রার্থণা করেছে।
জেলা বিএনপি ও যুবদল : মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে গণসংযোগে অংশ নেন মোল্লা সাইফুর রহমান, বিকাশ মিত্র, ইবাদুল হক রুবায়েদ, জাবেদ মল্লিক, মিরাজুল ইসলাম মিরাজ, দিদারুল ইসলাম, আমিরুল ইসলাম, শরিফুর ইসলাম বাচ্চু, আয়ুব মোল্লা, ইউনুস মোল্লা, আব্দুল মালেক প্রমুখ।
ছাত্রদল : নগরীর ৪, ২৮ ও ৩০ নং ওয়ার্ডের বন্দপাড়া, ছোট মোড়লপাড়া, রূপসা স্ট্রান্ড রোড, খানজাহান আলী রোড, পিটিআই মোড়, টুটপাড়া মেইন রোড, দূর্বারের মোড়, মিয়াপাড়া পাইপের মোড়, করের বাজার, ফরিদ মোল্লার মোড়, মওলার বাড়ীর মোড় এলাকায় গণসংযোগ করেছে মহানগর ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, ফিরোজ আহমেদ, মামুনুর রহমান, ইবাদুল, আজমাইন হোসেন, জুয়েল রানা, তরিকুল ইসলাম, সোয়েব আহমেদ মুকুট, মোঃ রিফাত ইসলাম, তুহিন ইসলাম, মেহেদী হাসান, নাদিম হোসেন সৈকত, মোঃ ফরিদ, অনি, মাহবুর, শেখ নাসিম, মেহেদী হাসান ইয়াজ, মাহিদুল, ফিরোজ আহমেদ, রাজিব, বেল্লাল, মিকাইল, বিপ্লব, ফয়জুল হাসান, ইকরা প্রমুখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্যরা বড় বাজারের হেলাতলা মোড়, কালী বাড়ি, মহেন্দ্র দাসের মোড়, ক্লে রোড এবং স্টেশন রোডে গণসংযোগ করেন। উপস্থিত ছিলেন আব্দুল মালেক, মোল্লা গোলাম মাওলা, নুরুল হাসান রুবা, মোল্লা মাসুম রশিদ, চৌধুরী আব্দুস সবুর, এ বি এম ওমর আলী, মোঃ জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম জোয়াদ্দার, মোঃ মাসুদুর রহমান, শেখ জাকিরুল ইসলাম, মোঃ আছাদুল আলম, মোঃ আনিসুর রহমান খান, কাজী আনিসুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মঈনউদ্দিন মারুফ, মোঃ কামাল হোসেন, খালিদ হাসান জনি, শেখ রফিকুজ্জামান, সোবহান সরদার, মোঃ মুহসিন চৌধুরী, শেখ কামাল হোসেন, মিজানুর রহমান হাওলাদার, কামরুজ্জামান টুকু, গাজী আব্দুল হক সেকেন্দার, ওমর ফারুক খান, মোঃ আনিসুর রহমান, মুনিমুর রহমান নয়ন, সাইফুর রহমান সুমন প্রমুখ।