ধরা ছোয়ার বাইরে বাগেরহাট যাত্রাপুরের ইয়াবা বিক্রেতা সুমন!

0
407

প্রতিনিধিঃ দেশেব্যাপি মাদক বিরোধী সাড়াশী অভিযান চললেও যাত্রাপুরের ইয়াবা বিক্রেতা সুমন রয়েছে ধরা ছোয়ার বাইরে। সে ঔষধ বিক্রির আড়ালে দীর্ঘদিন হাটবাজার অলিগলিতে উঠতি বয়সি তরুন ছেলে মেয়েদের হাতে পৌছে দিচ্ছে মরন নেশা ইয়াবা। আর তার এ ইয়াবা ব্যবসায় প্রতক্ষভাবে সহযোগিতা করছে স্থানীয় ছাত্রলীগ!

সুুত্রমতে, স্থানীয় রাজু হত্যা মামলার আসামী টিপুর ছত্র ছায়ায় থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রাপুর ও আশপাশ এলাকায় জমজমাট ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে সুমন। যাত্রপুর রাংদিয়া এলাাকার শেখ তৈয়েবুর রহমানের পুত্র সে। একটি ঔষধ কোম্পানীর প্রতিনিধি হওয়ার সুবাধে বিভিন্ন যায়গায় সহজেই মাদক পৌছে দিচ্ছে। কেহ বাঁধা দিলে তাকে মারপিট হুমকি ধামকি দিয়ে আসছে। সুমনের বাড়িতে রাত গভীর হলেই বেড়ে চলে স্থানীয় মাদক সেবনকারীদের আনাগোনা । রাতে তার বাড়ির পিছনে বসে মরন নেশা ইয়াবা জমজমাট আড্ডা। এলাকাবাসী সুমনের বাড়ি গভীর রাতে জমজমাট ব্যাবসা বন্ধে পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন। সুমনের ইয়াবা ব্যাবসার কারনে এলাকায় সেবনকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে চুরির পরিমাণও।

এ ব্যাপারে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি খুলনাটাইমসকে বলেন, মাদক ব্যাবসায়ীদের ব্যাপারে কোন ছাড় নেই। তেমনি যাত্রাপুুরের মাদক ব্যবসায়ী সুমনের ব্যাপারেও তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।