ধনবাড়ীতে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
467

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২১ সেপ্টম্বর) বিকেলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী পৌরশহরের বিলাসপুর এলাকার টাউন পার্ক কফি হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ধনবাড়ী-মধুপুর টাঙ্গাইল ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মধুপুর পৌরসভার তিনবারের নির্বচিত সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার সহিদুল ইসলাম (সরকার সহিদ)এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন মধুপুর উপজেলা বিএপির নেতা ও গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, লতিফ পান্না, সাইফুল ইসলাম লাভলু ও ধনবাড়ী উপজেলা বিএনপি’র নেতা মো. আ: ছোবাহান, ধনবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার মাছুদ রানা, নিরঞ্জন দাস সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র নেতা মানিক, রতন ফকির, সোহেল রানা, শিপন তালুকদার, হারুন অর রশিদ, খায়রুজ্জামান মহন, আব্দুল্লাহ আল মামুন লিটু, জুলফিকার আলী সাজু, বাতেন, বীরতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন সহ অন্যান্য নেতা কর্মীরা।
উক্ত মতবিনিময় সভায় ধনবাড়ী মধুপুর দুই উপজেলার যুবদল,ছাত্রদল,শ্রমিকদল, সেচ্ছাসেবক দল সহ বিএনপি’র সকল অঙ্গসহযোগী সংগঠনের রাজনৈতিক ব্যাক্তি ও তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেয়।