দেবহাটা সদর ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের উদ্বোধন

0
401

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটা সদর ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় চক্রের উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলার ৫নং দেবহাটা সদর ইউনিয়নের এ প্রকল্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এর আর্থিক সহায়তায় ৫বছর মেয়াদী ইউনিয়নের দুঃস্থ, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যক্ত ৩৬ জন মহিলাকে দৈনিক ২০০ টাকা করে মজুরি ভিত্তিতে প্রদান করা হবে। এছাড়া ৫০ টাকা করে সঞ্চয় জমা রেখে পরবর্তীতে তাদেরকে ফেরত প্রদান করা হবে। এ প্রকল্পের আওতায় প্রত্যেকটি মহিলাকে একটি করে মোবাইল ফোন, সিম প্রদান করা হয়েছে। এছাড়া ঐ সিমের মাধ্যমে বিকাশ একাউন্টের মাধ্যমে তাদেরকে মজুরি প্রদান করা হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সচিব শেখ কামরুল হোসেন বাবু, ইউপি সদস্য আরমান হোসেন, সহকারী শিক্ষিকা তাসলিমা খাতুন, ইউপি সদস্যা শাহানাজ পারভিন, প্রকল্পের ইউডবিøউ আলাউদ্দীন মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।#